মোঃ নাজমুল হাসান নাজির
বগুড়ার ধুনট পৌরসভা আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের বদলী জনিত বিদায় অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার বিকেলে পৌরসভা মিলনায়তনে। পৌর মেয়র এ.জি.এম বাদশা সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম দুলাল, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা কৃষি অফিসার আশাদুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার মীর্জা ওমর ফারুক, উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেছ আলী সহ অফিসারগণ, পৌর কাউন্সিলর সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।