সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সারপিন পাড়া গ্রামের ইউসুফ আলীর বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল চেষ্টায় হাল চাষের অভিযোগ উঠেছে। আদালতের আদেশ অমান্য করে জমির সীমানা ভেঙে ফেলারও অভিযোগে দ্বিতীয় বারের মতো ১৪৪ ধারা জারি করেছে আদালত। সোমবার ৩ই এপ্রিল সুনামগঞ্জ আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট একে এম আব্দুল্লাহ বিন রশীদ এই আদেশ দেন।
মামলার বাদী ফরুক আহমদ বলেন,নরসিংপুর ইউনিয়নের সারপিন পাড়া গ্রামের পারাপুঞ্জি মৌজায় ১ নং খতিয়ানে ৩০৩ দাগে আমার পৈতৃক সূত্রে পাপ্ত ৫.৪০ একর জমি রয়েছে। যা আমরা বাপ-দাদাদের আমল থেকে ফসল ফলিয়ে ভোগদখল করে আসছি। বিগত কিছুদিন আগে আমরা অন্যথায় স্বপরিবারে ছাতকে বসবাস করার কারণে ইউসুফ আলী আমার জমির ওপর হাল চাষের কাজ শুরু করেন এমন খবর পেয়ে নিজেদের জমিতে আসলে ইউসুফ আলী ও তার সন্তানেরা বাধা দেয়, নিজেদের জমি দাবী করেন এবং দ্বিতীয় বার জমিতে আসলে প্রান নাশের হুমকি দেন। এতে আমি আদালতের শরণাপন্ন হলে চলতি বছরের ৩০ মার্চ সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন। যার স্মারক নং-৮১৩।
তিনি আরও বলেন, ৩০ মার্চ আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে তার পরের দিন ইউসুফ আলী তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহকারে আমার জমিতে প্রবেশ করেন এবং হাল চাষ শুরু করেন এবং আমরা জমিতে আসলে আমাদের প্রাননাশের হমুকি দেন। আমি বিঙ্গ আদালতে আবারও লিখিত অভিযোগ করেছি। অভিযোগের প্রেক্ষিতে আদালত পুনরায় ১৪৪ ধারা জারি করেন এবং আগামী বুধবার ৩ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। যার স্বারক নং–৮১৩।
এ ব্যাপারে ইউসুফ আলী বলেন,আমার জায়গায় আমি হাল চাষ করেছি। আমাকে নিয়ে ফারুক আলম অন্যান্য আত্মীয়-স্বজনরা ষড়যন্ত্র শুরু করেছে। অন্যের জমি দখলের কোনো প্রশ্নই ওঠে না।
দোয়ারাবাজার থানায় ওসি দেবদুলাল ধর বলেন, আদালত কর্তৃক ১৪৪ ধারা জারির নির্দেশনা হাতে পেয়ে নির্ধারিত জমিতে পুলিশ উপস্থিত হয়ে নোটিশ প্রদান করেছে। সরকারি আইন অমান্য কারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।