রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুৎসা রটিয়ে অশ্লীল শ্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচনের পথ বন্ধ করা যাবে না ডাঃ বাচ্চু গাজীপুরের শ্রীপুর পৌর ১,২,৩নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত হলো এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন-এর সম্মেলন কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও সুস্থতায় কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাপাসিয়ায় সমাবেশে যাওয়া জামায়াত নেতাকর্মীদের তালিকা করার হুৃমকি দিলেন বিএনপির এক নেতা রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ  কালীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে জাসাসের উদ্যোগে মানববন্ধন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সাবেক গ্রামপুলিশ নিহত

রিপোর্টারের নাম / ২৮৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩, ৪:২৪ পূর্বাহ্ণ

মো: আব্দুল বাতেন বাচ্চু,

 

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক গ্রামপুলিশ সদস্য নিহত হয়েছেন। মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী আহত হয়েছেন।

 

আজ সোমবার বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীপুর-বলদীঘাট আঞ্চলিক সড়কের টেংরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত অবসরপ্রাপ্ত গ্রামপুলিশ সদস্য আব্দুর রশিদ (৫৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গ্রামপুলিশের দায়িত্বে ছিলেন। কিছুদিন আগে তিনি অবসরে গেছেন।

 

উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আলম খান বলেন, ‘আজ সকালে গ্রামপুলিশ সদস্য স্ত্রীকে ডাক্তার দেখাতে মোটরসাইকেলযোগে রওনা দেন। উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকায় গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর জখম হয়ে তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

 

কাওরাইদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সাবেক গ্রামপুলিশের মৃত্যুর খবর পেয়েছি। গত ছয় মাস আগে তিনি অবসরে গেছেন।’

 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর