অনুপ তালুকদার হাওর অঞ্চলের প্রতিনিধি;
সুনামগঞ্জের মধ্যনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ১২০০ কেজি ভারতীয় চিনিসহ ২ কালোবাজারীকে আটক করেছে।
বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের সুমেস্বরী নদী তীরবর্তী পিঁপড়াকান্দা বাজারের ডিম মহাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত কালোবাজারীরা হলেন,উপজেলার মোহনপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে রতন মিয়া (৩১) ও একই উপজেলার রংপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে আব্দুল জলিল (১৯)।
মধ্যনগর থানার ওসি মো. জাহেদুল হক জানান,
আটককৃত ব্যক্তিরাসহ একটি চক্র বেশ কিছুদিন ধরে ভারতের মেঘালয় পাহাড় সীমান্তবর্তী উপজেলার মহেষখলা ও গুলগাঁও এলাকা দিয়ে চুরাই পথে ভারতীয় চিনিসহ বিভিন্ন পণ্য সামগ্রী এনে গোপনে সেসব মালামাল এলাকার বিভিন্ন হাট-বাজারগুলোতে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। পাশাপাশি পুলিশও মালসহ ওই চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।
এ অবস্থায় বুধবার বিকেলে আটককৃত ওই দুই কালোবাজারী চুরাই পথে ভারত থেকে আনা ৫০ কেজি ওজনের ২৪ বস্তা চিনি নিয়ে পিঁপড়াকান্দা বাজারের ডিম মহাল এলাকায় বসে ট্রলারের জন্য অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই চিনিসহ তাদেরকে আটক করে।
ওসি আরো জানান, আটকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।