শাহানাজ পারভীন,গাজীপুর
গাজীপুর মহানগর পূবাইল ছাত্রলীগের পক্ষ থেকে ১১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ৪০০ দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারে মাঝে নারীদের শাড়ী ও পুরুষদের লুঙ্গি দেওয়া হয়। এছাড়াও সেমাই,চিনি, তেলসহ অন্যান্য দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত রহমান মোল্লা মিরাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার অপুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি।
সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লা মন্ডল। পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪০ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ কাজল-সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা।