মোংলা প্রতিনিধিঃ
পূর্বের পরিচয়ের ভালো সম্পর্কে হওয়ার সুবাদে একান্ত জরুরি প্রয়োজনের কথা বলে ৫ শক্ষ টাকা ধার নিয়ে, হঠাৎ উদাও হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বজলুর রশীদ। আবু সাইদ এর সন্ধান দিতে পারলে বজলুল রশীদ তাকে পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। খুলনার, সোনাডাঙার ইদ্রিস আলীর ছেলে বজলুর রহমান ব্যবসার জন্য মোংলা পৌর শহরে বসবসা করে আসাছে রামপালে চাড়াখালীর আলী আকবর এর ছেলে আবু সাইদ মোংলায় আসে, তারপর বজলুর রহমান আর সাথে আবু সাইদ সু কৌশলে ভালো সম্পর্ক গড়ে তোলে, প্রতারক আবু সাইদ এই সুসম্পর্কের সুযোগে কিছু ডকুমেন্টস দিয়ে ৫ লক্ষ টাকা ধার হিসেবে নেয়। তারপর কিছু দিন পরে আর আবু সাইদ কে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপর দিকে আবু সাইদ এর দেওয়া চেক এ তার ব্যাংক একাউন্ট এ কোন টাকা না থাকায় চেক ডিজোনার করে মামলা দায়ের প্রক্রিয়া ধীন খুলনা আদালতে।
এই প্রতারক আবু সাইদ কে খুজে পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে খুজে না পাওয়ায় বিপাকে পড়েছে বজলুর রহমান। ইতিমধ্যে প্রতারক আবু সাইদ কে খুজে পেতে সহযোগীতা কারী কে পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন বজলুল রহমান।