আতিকুর রহমান :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, হাজী পিবিসি পাইপ লি: কোম্পানির চেয়ারম্যান ও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় গাজীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাজী মার্কেটে অবস্থিত হাজী প্রি ক্যাডেট স্কুল মাঠে মনোরম পরিবেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দূর্জয়।
এ সময় শ্রীপুর গাজীপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জজ , উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শেখ মাসুদ পারভেজ জুয়েল,গাজীপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।