মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় গ্রামীন ব্যাংকের বৃক্ষ রোপন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। পাইকগাছা এরিয়া অফিস কর্তৃক ৩ লক্ষ ৪ হাজার ৫৯০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা সুবিধাভোগীদের মাঝে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা গ্রামীন ব্যাংক এরিয়া অফিসে সুবিধাভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ও গাছ রক্ষণাবেক্ষণের জন্য শাখা প্রতি ৫০হাজার টাকা বিতরণ করা হয়েছে। এরিয়া অফিসের আওতাধীন বড়দল ২৯,৫০০টি, তালা ২৯,৫০০টি, কপিলমুনি ২৯,৫০০টি, পাইকগাছা ২৯,৫০০, রাড়ুলী ২৯,৫০০টি, আমাদী ২৯,৫০০টি, কয়রা ২৯,৫০০টি, গড়ইখালী ২৯,৫০০টি, জালালপুর ২৯,৫০০টি, আনুলিয়া ২৯,৫০০টি, সুতারখালী ৯,৫৯০টি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পাইকগাছা এরিয়া অফিস।
বৃক্ষ রোপন সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া প্রোগ্রাম অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, শাখা ব্যবস্থাপক কালিদাস রায়, সেকেন্ড ম্যানেজার রুহুল আমিন, অফিসার ইব্রাহিম খলিল, পার্থ প্রতিম ভান্ডারী, সিনিয়র কেন্দ্র ব্যাবস্থাপক অবনি বিশ্বাস ও সুবিধাভোগী বৃন্দ।