মোংলা প্রতিনিধি :
স্থায়ী বন্দর অটোভ্যান মালিক ও চালক সমাবায় সমিতি লিঃ এর নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারী) বিকেলে মোংলা পৌর ৪ নং ওয়ার্ডের পারহাউজে আওয়ামীলীগের কার্যালয় প্রাঙ্গনে এ শপথ অনুষ্টিত হয়।
অভিষেক অনুষ্ঠানে মোংলা বন্দর অটোভ্যান মালিক ও চালক সমবায় সমিতির সভাপতি’র সবাপতিত্বে এবং জাতীয় শ্রমিকলীগ মোংলা বন্দর ইউনিটের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান সাকিব’র সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তৃতা রাখেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. কামরুল আহসান, সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার, মোংলা পোর্ট ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. এরশাদ -উজ – জামান সেলিম, প্রমূখ। এর আগে মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্য দের শপথ বাক্য পাঠ করান। এর আগে অতিথি দের ফুলেল শুভেচ্ছা জানায় নব নির্বাচিত পরিষদের সদস্যরা।
এ সময় বন্দর অটোভান মলিক ও চালক সমবায় সমিতির সকল সদস্য এবং নির্বাচিত পরিষদের সকলে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২২ সালের ৮ অক্টোবর এ নির্বাচনে সভাপতি সম্পাদক সহ কার্যনির্বাহী পরিষদের মোট ৯ জন নির্বাচিত হয়।