মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় বিয়ে দেওয়ার ৩ মাস না যেতেই পিতার বাড়িতে বেড়াতে এসে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে মেয়ে প্রতিভা।গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের চকরিবকরি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় ইতিমধ্য স্থানীয় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, উপজেলার দেলুটি ইউনিয়নের চকরিবকরি গ্রামের নিতাই মন্ডলের মেয়ে প্রতিভা মন্ডলকে ৩ মাস আগে খুলনার ডুমুরিয়া উপজেলার শেখের টেক গ্রামের শ্যামল মন্ডলের ছেলে মনোজিৎ মন্ডলের সাথে বিবাহ হয়। গত মঙ্গলবার প্রতিভা শশুর বাড়ি থেকে পিতার বাড়িতে চলে আসে এবং ওই রাতেই খাওয়া দাওয়া শেষে প্রতিভা নিজ ঘরে ঘুমাতে যায়। কিছুক্ষণ পরে প্রতিভার ঘর থেকে আসা গোঙ্গানির শব্দ শুনে মা জানালা দিয়ে দেখে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে প্রতিভা ঝুলে রয়েছে।
এ সময় মায়ের ডাক চিৎকারে তার স্বজনরা দরজা ভেঙ্গে প্রতিভার নিরব নিথর দেহ নিচে নামিয়ে নিয়ে আসে। ততক্ষণে প্রতিভা মারা যায়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান পুলিশকে সংবাদ দিলে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে সুস্পষ্ট করে কোন কিছু বলা সম্ভব নয়।