শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি প্রতিবাদে কোনাবাড়িতে বিক্ষোভ মিছিল পলাশবাড়ির সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেডের দাবিতে বিক্ষোভ সমাবেশ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধায় বিএনপির দোয়া ও মৌন মিছিল মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের একই পরিবারের ৪ জন নিহত  গবেষণালব্ধ জ্ঞান সাধনার মাধ্যমে দেশ এগিয়ে যাবে- ডুয়েট উপাচার্য জুলাই শহিদদের স্মরণে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ

লালমনিরহাটের হাতিবান্ধায় সাংবাদিক এর উপর হামলা সহ ক্যামেরা মোবাইল ও ট্রাইপট ভাংচুর

রিপোর্টারের নাম / ৮৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩, ৮:০৭ অপরাহ্ণ

মোঃ ফারুক হোসাইন জেলা প্রতিনিধি লালমনিরহাট

 

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা সহ ক্যামেরা ও মোবাইল ভাংচুর করে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান জাহিদ জয়ের নেতৃত্বে হাফিজুল ও আসাদুলসহ একদল দুষ্কৃতকারী।

 

সাংবাদিকের উপর হামলার ভিডিওটি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাংবাদিক সমাজে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে।

 

গত শুক্রবার (১ সেপ্টেম্বর)সকালে  উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পুর্ব বিছনদই এলাকার হুলুটারী এলাকার শামসুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে ঐ এলাকার সামছুল ইসলাম ও তার ছেলে হাফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুতের ট্রান্সফার মিটার লাগানোর জন্য স্থানীয়দের কাছে ৮০০/১০০০ টাকা করে চাদাঁ কালেকশন করে। এর পরে আবারও নতুন করে চাঁদা দাবি করলে স্থানীয়রা তা দিতে অস্বীকার করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ঐ এলাকার সামছুল ইসলাম ও তার ছেলে হাফিজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম।

 

এতে করে স্থানীয়রা হাফিজুল ও আসাদুলের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে জানতে চাইলে তাদের সাথে ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়ে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুস আলী ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহিম ঘটনাস্থলে গিয়ে কয়েকজন ভুক্তভোগীর বক্তব্য ভিডিও ধারন করার সময়  উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান জাহিদ জয়ের হুকুমে যুবদল নেতা হাফিজুল, আসাদুল, শামসুলসহ প্রায় ২০/ ২৫ জন দুষ্কৃতিকারী সাংবাদিকের ক্যামেরা, মোবাইল ও ট্রাইপাট কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে।

 

ওই স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদ হাসান জয়ের নেতৃত্বে সকলে মিলে সাংবাদিক ইউনুস  আলী ও রহিমের উপর অতর্কিত হামলা করে। স্থানীয়রা আহত অবস্থায় দুই সাংবাদিককে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

পরে এবিষয়ে সাংবাদিক ইউনুস আলী বাদী হয়ে ৯ জনকে আসামী করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেয়। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহাআলম জানান উক্ত ঘটনার বিষয়ে জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পুলিশ পাঠাই এবং এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ বিষয়ে আরো জানা যায়, হাতিবান্ধা থানা পুলিশ

বিএনপির প্রোগ্রামে ঝামেলা, মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় নিহত সহ সারাদিন বিভিন্ন ঝামেলার কারণে ওসি উক্ত আসামী ধরতে পারেনি। তিনি বিকেল পর্যন্ত সময় নিয়েছেন আসামী গ্রেফতার করার জন্য।

এ বিষয় জানার পর লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওসি মহদয়কে বলেন, আজকের মধ্যে আসামী না ধরলে আগামীকাল সকালে তার বিরুদ্ধেই মানববন্ধন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর