মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুরের ভৈরব সেতু থেকে শংকরপাশা ফেরিঘাট পর্যন্ত রাস্তাটি মানুষের চলাচলে চরম দূর্ভোগে পরিনত হয়েছে। সরেজমিনে দেখা যায়, জনবহুল চলাচলের রাস্তাটি ভারি ভারি যানবাহন চলাচলের কারণে ভেঙে খানাখন্দে ভরপুর, প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। ফলে, সাধারণ মানুষের বোবা কান্নার শেষ নেই। স্থানীয়রা জানান, দেড়টন ধারণ ক্ষমতার রাস্তাটিতে প্রতিদিন ১০চাকা বিশিষ্ট ৫০টনের উপরে ভারি ট্রাক চলাচলের কারণে রাস্তাটির বেহালদশা হয়ে পড়েছে। সরকারিভাবে কোন বাধ্যবাধকতা না থাকায় কিছু মুনাফা লোভী কয়লা ব্যবসায়ীদের কারণে আজ সুন্দর পরিবেশের রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকার কারণে এলাকাবাসী আজ নাজেহাল হয়ে পড়েছে। অনুসন্ধানে জানা গেছে, ভৈরব উত্তর জনপদে ভৈরব সেতু থেকে কোলঘেষে নদের পাড়ে নওয়াপাড়া বাজারে ব্যবসায়ীরা গড়ে তুলেছেন অসংখ্য কয়লা-সার, বালুর ড্যাম্প যে কারণে স্বল্প ধারণ ক্ষমতা রাস্তাটি খানাখন্দে ভরপুর হয়ে সাধারণ মানুষের চলাচলে চরম দূর্ভোগে পরিনত হয়েছে। জরুরিভাবে ওই রাস্তাটি সংস্কারসহ ভারিভারি যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তুলেছেন সচেতন মহল। এবিষয়ে ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দীন জানান, বিষয়টি খুবই দুঃখজনক, ঘটনা সত্যি, রাস্তাটিতে চলাচলে মানুষের যে দূরবস্থা তা মেনে নেওয়া যায়না, এব্যাপারে সরকারি ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া উচিৎ। অভয়নগর উপজেলা প্রকৌশলী জনাব ইয়াফি জানান, আমরা ইতিমধ্যে ওই রাস্তাটি সংস্কার করার জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম, পাশ হয়ে গেছে, দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।