বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ মানব কল্যান এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান স্বাক্ষরিত ৯ সদস্য বিশিষ্ট যশোর জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার এ অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে যারা অনুমোদন পেলেনঃ সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ সুজন মাহমুদ সুজন, সহ সভাপতি মোঃ ইদ্রিস আলম, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলম সানু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আয়াহেদ আলী, সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন শাকিল, কোষাধ্যক্ষ খাজা উজ্জ্বল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা পদে সোনিয়া খাতুন।
এ্যাসোসিয়েশন সভাপতি-সম্পাদক যশোর জেলা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়েছেন।