মো:আলমগীর হোসাইন শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বাড়ির পাশের গাছের ডাল থেকে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক ফারুক মিয়া (৩২) উত্তর জালকাটা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। এনিয়ে শ্রীবরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এলাকাবাসি সুত্রে জানা গেছে, উত্তর জালকাটা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে ফারুক মিয়া মাদকাসক্ত ছিলো। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সকলের অজান্তে বাড়ির পাশে একটি গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে তার আত্মীয় স্বজন ও এলাকাবাসি গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে একটি ইউডি হয়েছে।