শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জুলাই শহিদদের স্মরণে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ ডুয়েটে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে র‍্যালি, বৃক্ষরোপণ ও পোস্টার প্রদর্শনী শ্রীপুরের ভুয়া জঙ্গি ট্যাগের প্রতিবাদে উলামা জনতা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল রাষ্ট্র কাঠামো মেরামতে  ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসেবা অনুষ্ঠিত গাকৃবিতে ‘জুলাই শহিদ স্মরণে’ বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জনগনকে সাথে নিয়ে একমাত্র বিএনপিই পারে দেশকে স্থিতিশীল করতে – আব্দুস সালাম পিন্টু  রংপুরে জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল রাজারহাটে বাড়িতে হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন জুলাই আন্দোলনে লাশ গুম হওয়া হৃদয়ের পরিবার শহীদ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া পরিবারের ! নিন্দার ঝড় ওসির প্রত্যাহার চেয়ে গাজীপুরে মহাসড়ক অবরোধ

মোংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ

রিপোর্টারের নাম / ১৫৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

মোংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বিভিন্ন বিষয় তুলে ধরে পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। সভায় তিনি বলেন, মোংলা বন্দরে হঠাৎ করে চোরাচালানী বেড়ে গেছে। বিদেশী বানিজ্যিক জাহাজের আমদানী পণ্য পাচার হওয়াতে সংশ্লিষ্ট জাহাজ মালিকেরা এ বন্দরের প্রতি অনিহা প্রকাশ করছেন। ফলে বহিঃ বিশ্বে মোংলা বন্দরের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। তিনি আরো বলেন, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় থাকা একটি বিদেশী জাহাজ থেকে গত শনিবার রাতে কয়লা নিয়ে একটি কার্গো জাহাজ পথিমধ্যে তা পাচারের সময় কোস্ট গার্ড ৩৭জন চোরাকারবারীদের আটকসহ চোরাচালানের কয়লা জব্দ করেন। নদীতে নৌপুলিশ রয়েছে, এখানে রয়েছে থানা পুলিশও, সুতরাং পুলিশ কি কাজ করছেন। এছাড়া প্রতিনিয়ত বিদেশী জাহাজ থেকে ডিজেলসহ বিভিন্ন মালামাল পাচার হচ্ছে। এসব পাচার রোধে পুলিশের কি ভূমিকা থাকছে বলে প্রশ্ন তোলেন তিনি। এছাড়া মাদকের ছড়াছড়ি চলছে পুরো উপজেলা জুড়ে। চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম সভায় বলেন, মাদকের কারবার এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। মাদককে ঘিরেই ঘটছে বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনাও। আর চুরির এমন ঘটনা ঘটছে খোদ উপজেলা পরিষদ কম্পাউন্ডেও। সেই সাথে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারসহ বনজ, জলজ ও প্রাণীজ সম্পদ পাচার এবং জীববৈচিত্র্য ধ্বংস রোধের দাবী জানান সভার অন্যান্য বক্তারা। এছাড়া সুন্দরবনে ও পশুর নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা পুলিশ প্রশাসনের চাঁদাবাজীর শিকার হচ্ছেন বলেও সভায় অভিযোগ তোলেন বক্তারা।

 

এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহীন, মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলসহ স্থানীয় প্রশাসন ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশা এবং সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর