শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি প্রতিবাদে কোনাবাড়িতে বিক্ষোভ মিছিল পলাশবাড়ির সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেডের দাবিতে বিক্ষোভ সমাবেশ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধায় বিএনপির দোয়া ও মৌন মিছিল মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের একই পরিবারের ৪ জন নিহত  গবেষণালব্ধ জ্ঞান সাধনার মাধ্যমে দেশ এগিয়ে যাবে- ডুয়েট উপাচার্য জুলাই শহিদদের স্মরণে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রাজারহাটে অটো রিকসা চালক থেকে মাদরাসা শিক্ষক হলেন মাইদুল-

রিপোর্টারের নাম / ২৮৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল হক কুড়িগ্রাম:-

 

রাজারহাটে অটো চালক থেকে শিক্ষক হলেন মাইদুল ইসলাম। এনটিআরসিএ কর্তৃক শিক্ষক মনোনীত হয়ে রাজারহাট ফাজিল মাদরাসার মৌলভী শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন। মাইদুল ৯বছর ধরে অটো রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন ।

 

জানা গেছে, উপজেলার চাকির পশার পাঠকপাড়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র মাইদুল ইসলাম ২০০৯ সনে কামিল পাশ করার পর মৌলভী শিক্ষক হিসেবে ২০০৯ ইং সনে ৫ম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৯ থেকে ২০১১সন পর্যন্ত তিনি ৬ হাজার টাকা বেতনে ন্যাশনাল সার্ভিসের আওতায় চাকুরী করেন। এরপর বিভিন্ন সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করেও চাকুরী মিলেনি। বাধ্য হয়ে তার দরিদ্র পরিবারের সদস্যদের ভরন পোষনের জন্য তিনি ২০১৫ইং সনে অটো রিকসা চালানো শুরু করেন। ২০২২ইং সনে চতুর্থ গণ নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনি এনটিআরসিএ’র আওতায় শিক্ষক নিয়োগের আবেদন করেন। পরীক্ষায় অংশ গ্রহন করে মাইদুল ইসলাম রাজারহাট ফাজিল মাদরাসার মৌলভী শিক্ষক হিসেবে মনোনীত হন। পরে এনটিআরসিএর নির্দেশনা অনুযায়ী বুধবার তিনি রাজারহাট ফাজিল মাদরাসায় যোগদান করেন।

 

মাইদুল ইসলাম বলেন, ঘরে চেয়ার-টেবিল ছিল না। মেঝেতে মাটির উপর বস্তা বিচিয়ে এবং চৌকিতে বসে ঝুঁকে পড়তে পড়তে পিঠে ব্যাথা হয়ে যেত। শুরুতে কৃষক পিতার টাকা এবং মায়ের হাস-মুরগির ডিম বিক্রির টাকা দিয়ে আমার লেখা পড়ার খরচ চলেছিল। পরে দাখিল পাস করার পর অভাব-অনটনের সংসারে বাবা-মায়ের পক্ষে খরচ বহন করা কষ্টকর ব্যাপার হয়ে পড়ে। তবে শত কষ্টের মাঝেও আমি কখনো লেখাপড়া ছেড়ে দেইনি। বরং লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কাজ কর্ম করে অর্থ উপার্জন করে সংসারে সহযোগীতা সহ নিজের লেখাপড়ার খরচ বহন করেছি।

 

ছেলের সফলতায় অনেক খুশি মাইদুলের পিতা বাচ্চু মিয়া। তিনি বলেন,ছেলেটা এত শিক্ষিত হওয়ার পরও চাকুরীর অভাবে অটো রিক্সা চালিয়ে পরিবারের ভরন পোষন দিয়ে আসছে। শত কষ্টের মধ্যে সে লেখাপড়া বন্ধ করেনি। দেরিতে হলেও এনটিআরসিএ তার মেধার মূল্যায়ন করেছে এজন্য আল্লাহর শুকরিয়া করছি।

 

মাইদুলের মা মমতাজ বেগম বলেন, এই যুগে মাইদুলের টাকা ছাড়া চাকুরি হবে ভাবতেই পারিনি। পরে রেজাল্ট শুনে চোখে পানি আসছে।

 

স্থানীয় চাকির পেশার তালুক দাখিল মাদরাসার সুপার মানিক মিয়া বলেন, ছোট বেলা থেকেই খুব পরিশ্রমী যুবক ছিল মাইদুল। দেরিতে হলেও সে তার পরিশ্রমের ফল পেয়েছে।

 

রাজারহাট ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, মাইদুল আমার মাদরাসারই ছাত্র ছিল। ছাত্র বয়েসে সে লেখাপড়া ও আচার আচরনে ভালো ছিল । সে পারিবারিক অভাব অনটনের মধ্যেও লেখাপড়া ছেড়ে দেয়নি। এখন থেকে হার না মানা মানুষদের তালিকায় তার নাম লিপিবদ্ধ হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর