আতিকুর রহমান :
গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের উত্তর ধনুয়া গ্রামে স্কটিশ সোয়েটার এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসা, কর্মচারী এবং পাওনাদারদের পাওনা টাকা আদায়ের জন্য প্রতিবাদ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা ।
আজ ৪ সেপ্টেম্বর ২০২৩ ইং বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা জানান, কারখানার মালিক বিভিন্ন ভাবে অর্থ আত্মসাৎ করেছে।আমরা পাওনা টাকা চাইতে গেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে আসছে।
ধনুয়া উত্তর গ্ৰামের স্থায়ী বাসিন্দা হাবিবুর রহমান মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে তার বক্তব্যের মাধ্যমে বলেন, আমি জমি বিক্রয় করেছি তার টাকা এখনো পায়নি । স্কটিস সোয়েটার ফ্যাক্টরির কর্তৃপক্ষের কথা মতো নগদ টাকা বুঝে না নিয়েই জমি রেজিস্ট্রি করে দিয়েছি শুধু মাত্র এলাকার উন্নয়ন হবে আশায় । জমি বিক্রয় এর টাকা ও কর্মচারীর বেতন স্কটিশ সোয়েটার ফ্যাক্টরির কর্তৃপক্ষ বুঝিয়ে না দেওয়ার কারণে আজ মানববন্ধন।
ইলেক্ট্রিক ও থাই গ্লাসের ঠিকাদার নজরুল ইসলাম তার বক্তব্যের মাধ্যমে বলেন ,আমি ১৮ (আঠারো ) লক্ষ টাকার কাজ করি। আমাকে ৪ (চার)লক্ষ টাকা নগদ ক্যাশ বুঝিয়ে দেয় কর্তৃপক্ষ। বাকি ১৪(চৌদ্দ) লক্ষ টাকার একটি ব্যাংক চেক দেন ,আমি আজ পর্যন্ত ১৪(চৌদ্দ) লক্ষ টাকা মূল্যের চেক ক্যাশ করাতে পারি নাই ।
এ বিষয়ে স্কটিশ সোয়েটার ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল আমিনের সাথে মোঠোফোনে কথা বললে তিনি বলেন ফ্যক্টরীর কোন শ্রমিকের বেতন বকেয়া নাই। তিনি আরও বলেন ফ্যাক্টরী থেকে প্রায় দেড় কোটি টাকার মালামাল চুরি হয়েছে । ফ্যাক্টরীর মালামাল চুরি হয়েছে বলেই শ্রীপুর থানায় বেশ কয়েকটি অভিযোগ ও ১টি মামলা দায়ের করা হয়েছে ।
এ বিষয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দিলেও কোন প্রতিকার হচ্ছে না বলেও জানান তারা। এ বিষয়টি প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন ঊর্ধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ।