শামীম আল মামুন স্টাফ রিপোর্টার :
এক রাতের বৃষ্টিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড নিজমাওনা গ্রামে কয়েকশ একর আমন ধান পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে শতাধিক মাছের খামার। নষ্ট হয়েছে শীতকালীন বিভিন্ন শাকসবজি। কিছু কিছু জায়গায় পানি মানুষের বসতবাড়ি পর্যন্ত উঠে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট।
গতকাল বৃহস্পতিবার রাতের টানা বৃষ্টিতে শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামের শত শত একর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। ধানখেতে থইথই পানি। মাছ শিকারিরা বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ শিকার করছেন । মাছ খামারিদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন মাছ খামারীরা ।