শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি প্রতিবাদে কোনাবাড়িতে বিক্ষোভ মিছিল পলাশবাড়ির সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেডের দাবিতে বিক্ষোভ সমাবেশ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধায় বিএনপির দোয়া ও মৌন মিছিল মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের একই পরিবারের ৪ জন নিহত  গবেষণালব্ধ জ্ঞান সাধনার মাধ্যমে দেশ এগিয়ে যাবে- ডুয়েট উপাচার্য জুলাই শহিদদের স্মরণে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শ্রীপুরে নানা আয়োজনে বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিপোর্টারের নাম / ২৭৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ

রোমান আহমেদঃ শ্রীপুর, গাজীপুর

 

শ্রীপুরে নানা আয়োজনের মাধ্যমে দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’ পত্রিকার ৭ম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ১০ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলা ডাক বাংলোতে ‌বিজনেস বাংলাদেশ পত্রিকার শ্রীপুর প্রতিনিধির আয়োজনে ও সঞ্চালনায় কেক কাটা, আলোচনা ও দোয়া মাহফিলের বিশেষ আয়োজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম ও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল আমিন । এসময় প্রধান অতিথি বিজনেস বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সকল সংবাদ মাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন,

 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ,বিশেষ অতিথি সহ উপস্থিত সকল সংবাদ কর্মীদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রোমান আহমেদ । অনুষ্ঠানের প্রথমার্ধে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক বাস্তব চিত্রের সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান মানিক। পরবর্তীতে আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ তারিকুল ইসলাম পত্রিকার সাফল্য ও মঙ্গলবার কামনা করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন গনমাধ্যমের স্বাধীনতা রয়েছে সর্বোচ্চ গনমাধ্যমের স্বাধীনতা কোনো বাধা নেই। আপনারা গণমাধ্যম কর্মীরা যেকোন বিষয়ে কথা বলতে চাইলে সরাসরি আমার কাছে আসুন প্রয়োজনে আমাকে আপনাদের নাম ও পত্রিকার নাম লিখে এবং কি বিষয়ে কথা বলতে চান তা লিখে পাঠান আমি সর্বোচ্চ চেষ্টা করবো সংবাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। এসময় তিনি উপস্থিত সংবাদকর্মী ও শ্রীপুরে মূলধারার গণমাধ্যমে কাজ করা সকল সংবাদকর্মীদের শুভকামনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার উন্নতি কামনা করে তার কথা শেষ করেন।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল আমিন। তিনি আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার উন্নতি কামনা করে বলেন প্রতিনিয়ত এই পত্রিকার পাঠক আমরা । বিজনেস বাংলাদেশ পত্রিকা অল্প সময়ের মধ্যেই লাখো পাঠকের মনিকোঠায় যায়গা করে নিচ্ছে। এই পত্রিকায় দেশের সকল প্রান্তে কাজ করা প্রতিনিধিদের উৎসাহ যোগাতে শুভকামনা জানান।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও কথাসাহিত্যিক ইজাজ আহমেদ মিলন, শফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজীপুর জেলা প্রেসক্লাব, আজকের পত্রিকার সাংবাদিক রাতুল মন্ডল, যমুনা টিভির গাজীপুর প্রতিনিধি হুসাইন বাবু, এশিয়ান টিভি গাজীপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, মাই টিভির গাজীপুর দক্ষিণ প্রতিনিধি মহিদুল আলম চঞ্চল , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শ্রীপুর উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন বাচ্চু, আরিফ মন্ডল, ভোরের সময়ের গাজীপুর প্রতিনিধি মাহফুজুর রহমান ইকবাল, জুনাইদ আকন্দ, আনিছুর রহমান শামীম, মোবারক হোসেন, নাঈমুল ইসলাম সজীব, দৈনিক আতিকুর রহমান সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৫০ জন সংবাদ কর্মী, আলোর দিশারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার আনোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। অতিথিরা আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও কেক কাটা পর আমন্ত্রিত সকল অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর