হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় হোসনে আরা মা ও শিশু হাসপাতাল উদ্বোধন। বুধবার ১১সেপ্টেম্বর দুপুরে স্বাস্থ্য সেবাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যকে সামনে রেখে
মাথাভাঙ্গা রাবেয়া কলেজ সংলগ্ন আব্দুর রাজ্জাক কমপ্লেক্স ভবনে প্রতিষ্ঠিত হোসনে আরা মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন উপলক্ষে হাসপাতাল হলরুমে আয়োজিত আলোচনা সভা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শহীদ হোসেন রুবেল,জাপার সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু, সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি একে আজাদ, রাবেয়া কলেজ অধ্যক্ষ বিবেকান্দ মহন্ত, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল মজিদ, জলঢাকা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জমসেদ আলী, জলঢাকা প্রেস ক্লাবের আহবায়ক মাহবুবুর রহমান মনি,
প্রতিষ্টানের ব্যাবস্থাপনা পরিচালক রেজাউল করিম রাজু,প্রমুখ।
সভায় বক্তারা হাসপাতালটিকে একটি আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহবান জানান।