মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি
বহুল আলোচনা সমালোচনার পর অবশেষে প্রত্যাহার হলো খুলনার পাইকগাছা উপজেলার ৩নং লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বহিস্কার আদেশ।
গত বুধবার (১১ অক্টোবর) বর্তমান সরকারের পক্ষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ইউপি-১, শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান ৪৬.০০. ৪৭০০. ০১৭.২৭.০০২.২০.১০২২ নং স্মারকের মাধ্যমে কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বহিস্কার আদেশ প্রত্যাহার করে একটি পরিপত্র জারী করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ই অক্টোবর) সন্ধ্যা ৬টায় লতা ইউনিয়নের শামুকপোতা বাজার আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন নেতা কর্মীরা এলাকা বাসিকে খুশির মিষ্টি বিতরণ করেন।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক সদানন্দ মন্ডল ও ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি কালীপদ বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড সদস্য কুমারেশ মন্ডল, ৪,৫,৬ মহিলা সম্পদীকা বিনতা রানী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আজিজ সরদার, কালীদাস বিশ্বাস , হাসান সরকার, হরিচাঁদ শিকারী, সমীর মন্ডল, যুবলীগ নেতা, হিরামন মন্ডল হিরা, মিজান সানা, রিপন সানা, কৃষক লীগের সদস্য সচিব বিপুলকান্দি বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক জয় খান, দপ্তর সম্পাদক সাধারণ মন্ডল, তাপস বাছাড়, জাফারুল শেখ, তন্ময় বিশ্বাস, প্রমূখ।