শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বনের জায়গা দখল করে দালান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাওরাইদ বলদীঘাট বিটের অধিনে থাকা আরএস ২৬০৯ দাগে যোগিসীট জুতার কারখানার সামনে নতুন দালান তৈরি করা হচ্ছে বলে জানা যায়। ২৫ অক্টোবর বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় রুহুল আমীনের ছেলে আসিক মিয়া বনের জায়গা দখল করে একটি দালান নির্মাণ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, আসিক মিয়া বিট কর্মকর্তাদের চোখ ফাকি দিয়ে দালান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। যদিও বলদীঘাট বিটকর্মকর্তারা নির্মাণ কাজে বাধা এবং নিষেধাজ্ঞা জারি করে কিন্তু আসিক মিয়া বিট কর্মকর্তাদের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আসিক মিয়ার সাথে মুটো ফোনে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার জায়গায় ঘর নির্মাণ করছি যদি আপনারা কিছু করতে পারেন তাহলে করেন গিয়ে।
বলদীঘাট বিট অফিসার মোঃ সাহাদাৎ গাজী বলেন, যোগিরসীট জুতার কারখানার সামনে নতুন ঘর নির্মাণের খবর জানতে পেয়ে আমরা ঐখানে গিয়ে ঘর নির্মাণের কাজে বাধা এবং নিষেধ দিয়েছি। বাধা না মানলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।