রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুৎসা রটিয়ে অশ্লীল শ্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচনের পথ বন্ধ করা যাবে না ডাঃ বাচ্চু গাজীপুরের শ্রীপুর পৌর ১,২,৩নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত হলো এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন-এর সম্মেলন কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও সুস্থতায় কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাপাসিয়ায় সমাবেশে যাওয়া জামায়াত নেতাকর্মীদের তালিকা করার হুৃমকি দিলেন বিএনপির এক নেতা রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ  কালীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে জাসাসের উদ্যোগে মানববন্ধন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আবারও আমাকে মনোনয়ন দিবেন-উপমন্ত্রী হবিবুন নাহার

রিপোর্টারের নাম / ২১১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩, ৯:৫৯ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, কোন অন্যায়-অপকর্ম করিনি, আর কেউকে এসব করার প্রশয়ও দিইনি। তাই প্রধানমন্ত্রী আমাকে আবারও নৌকার মনোনয়ন দিবেন। জনগণ ভোট দিয়ে তাকে আবার সংসদ সদস্য নির্বাচিত করবেন। বিগত দিনে এই মোংলা-রামপালে দায়িত্ব পালনকালে মোংলা বন্দর, ইপিজেড ও এ এলাকার রাস্তাঘাটসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়ন কর্মকাণ্ডের বেড়েছে কর্মসংস্থানও।

 

আগামী ১৩ নভেম্বর খুলনায় অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগ দিতে সকলকে আহবান জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোংলা বন্দর, পদ্মা সেতুসহ দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন করেছেন তা কোন সরকারের আমলে হয়নি। প্রধানমন্ত্রীকে চতুর্থবারের মতো আবারও নির্বাচিত করে উন্নয়নের সেই প্রতিদান দিতে হবে।

 

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রমেদ্র নাথ কির্তনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন, সুন্দরবন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি মেম্বর খাঁন আহাদুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

 

এ সমাবেশে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি মেম্বর খাঁন আহাদুজ্জামানের নেতৃত্ব কয়েক হাজার নারী-পুরুষ কর্মীরা মিছিল নিয়ে এলে উপমন্ত্রী হাবিবুন নাহার তাকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর