শামীম আল মামুন স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাত ও লোকান লেন দখল করে গড়ে উঠা প্রায় ২শ ভাসমান দোকান উচ্ছেদ করেছিল মাওনা হাইওয়ে থানা পুলিশ । তবে উচ্ছেদ অভিযানের একদিনের মধ্যেই দোকানগুলো আবারও ফুটপাত দখল করে ভাসমান দোকান স্থাপন করা হয়েছে।
বরিবার (১২ নভেম্বর ২০২৩) উপজেলার মাওনা চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। এর আগে গতকাল দুই ঘন্টা দিনব্যাপী এই ফুটপাতে অভিযান চালায় মাওনা হাইওয়ে থানা পুলিশ।
ভাসমান দোকানদার দাবি,আমরা গরীব মানুষ,কী করে খাব । ফুটপাতে ব্যবসা করে আমাদের পরিবার নিয়ে চলতে হয়।গতকাল পুলিশ আমাদের উচ্ছেদ করেছিল।আমরা নিরুপায় হয়েই আবার ফুটপাতে দোকান নিয়ে বসতে হয়েছে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো.আনোয়ার হোসেন বলেন,বিএনপি-জামাতের অবরোধ থাকায় একটু সিথিল অবস্থায় আছে,এটা শেষ হলেই আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে ।