কবি- শাহজালাল সুজন
আয়ু বেলা যাচ্ছে চলে
এইতো নশ্বর ধামে,
বয়স সীমা ডুবছে হেলে
মরন চিঠির খামে।
বয়স বেড়ে যাচ্ছে চলে
ভয়ে শরীর ঘামে,
আপন মনে পড়ছি গলে
লয়ে পাপের নামে।
ডুবছে তরী পাপের ছলে
আয়ু যাচ্ছে কমে,
হবে মরন ডাকছে বলে
জানি ধরবে যমে।
করছি হেলা সময় মূলে
কাটে রাতি ঘুমে,
মরন বেলা ঘুরছে পলে
লেখা চিঠি খামে।
করছি সময় হাজার ভুলে
বাজে কথার নামে,
আয়ু বেলা যাচ্ছে কূলে
মরন চিঠির খামে।