হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় দাখিল মাদরাসার ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাংসদ মেজর রানা।
বুধবার দুপুরে পৌরসভার বগুলাগাড়ী দেলওয়ার হোসেন চৌধুরী দারুল উলুম দাখিল মাদরাসায় চার তলা একাডেমিক ভবনের ভিত প্রস্তর স্থাপনের শুভ উদ্ভোধন উপলক্ষে মাদরাসার হলরুমে আয়োজিত আলোচনা সভা মাদরাসার সভাপতি ও মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোস্তফা আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ)। রাবেয়া চৌধুরী মহিলা কলেজের সাবেক সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন চৌধুরী, মাদরাসার সুপার ইসহাক আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিসুর রহমান জাদু,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, জাতীয় পার্টির নেতা বাবলুর রহমান সহ শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি মাদরাসা ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি সহ ফলক উম্মোচন করে দোয়া করেন।