তালুকদার হাওর অঞ্চলে প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে, উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছে পুলিশের একাধিক ইউনিট। এছাড়াও উপজেলার স্থানীয় বিভিন্ন বাজারে মোটরসাইকেল করে টহল দিচ্ছেন তারা।
সরেজমিনে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার,মাছ বাজার,পিপড়াকান্দা স্ট্যান্ড,গুদামের সামনের এলাকায় পুলিশের একাধিক সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানীয় বাজারে টহল দিতেও দেখা গেছে।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমরান হোসেন বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েছি। তারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন এজন্যই আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।