মোংলা প্রতিনিধি
পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের দাবীতে মোংলায় মানববন্ধন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে ‘শিক্ষা সংস্কার আন্দোলন’ শ্লোগানে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় পাঠ্য পুস্তকে ছাপা ভুল সংশোধনের দাবী জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোংলা শাখা সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল। আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ নোমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র মোংলা থানা সভাপতি এম নোমান হোসাইনসহ থানা ও পৌর নেতৃবৃন্দরা।
মানববন্ধন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আনোয়ারুল কুদ্দুসের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদাণ করেন তারা। মানববন্ধনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।