শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরের কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু(৫৭)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
(২৪’শে নভেম্বর ২০২৩) শুক্রবার দুপুরে মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাঃ রফিকুল এস এম রফিকুল ইসলাম বাচ্চু ওই শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মৃত সামছুদ্দিন আহমেদ ছেলে।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু নাশকতা ও বিস্ফোরক এর ঘটনায় জড়িত কথা স্বীকার করে এবং আগামী ২৬’শে নভেম্বর ও ২৭’শে নভেম্বর পুনরায় বিএনপির ঢাকা হরতাল কর্মসূচিতে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করার জন্য তিনি গোপনে আজ আবার গাজীপুরের উদ্দেশ্যে আসছিলেন।
শ্রীপুর মডেল থানার একাধিক নাশকতার মামলায় কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু কে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ শ্রীপুর সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন।