নিজস্ব প্রতিবেদক:
৬ই মে (শনিবার) সকাল থেকেই গাজীপুর শ্রীপুর উপজেলার ডাক ঘর ও রেলগেইট এলাকায় নতুন পোশাক ও গলায় প্রার্থী চিহ্নিত আইডি কার্ড ঝুলিয়ে ,জনতার উপচেপড়া ভিড়। ১ম নির্বাচন পেয়ে উৎসব ও আনন্দ ভোটারদের চোখেমুখে ! প্রার্থীদের সাথে কথা বলে জানা যায় নির্বাচন ঘিরে তাদের অনুভূতি ! কোন রকম বাধা বিপত্তি ছাড়াই সুশৃংখলভাবে ভোট দিতে পাচ্ছেন তারা। প্রার্থীরাও সার্ভেয়ারদের পাশে থেকে দিয়ে যাচ্ছেন না প্রতিশ্রুতি।
গাজীপুর শ্রীপুরে, উপজেলা সার্ভেয়ার কল্যাণ ঐক্য পরিষদ নির্বাচনে নতুন মুখ ! সভাপতিঃ আফতাব উদ্দিন, সম্পাদকঃ মাওঃ নূরুল আমিন।
সার্ভেয়ারদের পেশাদারিত্বের প্রয়োজনে প্রতিষ্ঠিত শ্রীপুর উপজেলা সার্ভেয়ার কল্যাণ ঐক্য পরিষদ , সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬মে দিনব্যাপী চলে এ নির্বাচন। পরবর্তীতে বিকেল ৪টার দিকে ভোট গ্রহণ শেষে চলে ভোট গণনা। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয় । এতে ৩১৪টি ভোটের মধ্যে ৩০৬টি ভোট কাস্টিং হয়।
ফলাফল ঘোষণায় নবনির্বাচিত সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বি প্রার্থী চিশতী আলমগীর এর চেয়ে ৫৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন সার্ভেয়ার আফতাব উদ্দিন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৮২টি। অপর দিকে সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে ৭৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন সার্ভেয়ার মাওলানা নূরুল আমিন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৮৯টি । তাছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন লিয়াকত আলী (বি এ ) এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন সার্ভেয়ার রেজাউল হক।
উপজেলা সার্ভেয়ার কল্যাণ ঐক্য পরিষদ কার্যালয়ে দিনব্যাপী নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন প্রিসাইডিং অফিসার।
এতে ১ ও ২নং ব্যালটে মোট ৪টি বৃহৎ পদে , প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন প্রার্থী ।